আজ শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ই আষাঢ় ১৪৩১

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর-দোকান

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ ০৯:৩৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই হয়েছে একটি বসত ঘর ও চায়ের দোকান।

 

শক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুরাদনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

 

খবর পেয়ে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানান উপজেলা ফায়ার সার্ভিসের দলনেতা জাহেদুর রহমান।

 

এ বিষয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তারেকুল ইসলাম চৌধুরী বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকার দিদারুল আলমের একটি বসতঘর ও কামালের একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের কবল থেকে ঘরের বাসিন্দারা কোনোরকম বের হয়ে প্রাণে রক্ষা পেলেও ঘরের কোনোকিছু উদ্ধার করতে পারেনি। এতে তাদের ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।