চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি মাটির তৈরি বসতঘর পুড়ে গেছে। শনিবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের আজিমনগর কাইট্টইল্লা বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্তরা হলেন—কন্ট্রাক্টর ইব্রাহীম, আজম আলী ও মো. সালাউদ্দিন। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। এদিকে ক্ষতিগ্রস্ত ইব্রাহীম, ঘর খালি থাকা অবস্থায় কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে দাবী করেন। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান বলেন, আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।