রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টার ৬০ বছর পূর্তিতে “হীরক জয়ন্তী” উদযাপন উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।
সাধারণ সম্পাদক এস এম আবুল ফজলের সঞ্চালনায় বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, আবদুর রাজ্জাক, আলমগীর চৌধুরী, মো. হরুন, আবুল কালাম, সামশুল ইসলাম, এনায়েতুর রহিম, কেফায়ত উল্লাহ, কাজী মো. নাসিম, মোস্তফা ইউসুফ, মোবারক আলী, মো. মাসুম মেম্বার, মো. করিম, মো. জমির হোসেন, মো. সবুর, আমিন শরীফ মাস্টার, মাহবুব আলম, খোরশেদ আলম সুজন, মো. জমির, মাস্টার সন্তোষ, হাবিব উল্লাহ, মো. ইছমাইল, মো. ইদ্রিছ মেম্বার, মো. ইয়াছিন, মো. হাছান, হোসনে আরা বেগম, মোরশেদ তালুকদার, খোরশেদ আলম, মাহবুব সিকদার, মো. নবী মাস্টার, কামরুল হাছান, মো. সেলিম, মো. সারেক, নুরুল আলম, দিদারুল আলম, সাইফুদ্দিন আজম, দিদারুল আলম, আবদুল মোনাফ, শিরিন আক্তার প্রমুখ।
প্রায় ১ যুগ আগে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে “হীরক জয়ন্তী” উদযাপনে সকলে ঐক্যমত পোষণ করেন। এছাড়া সরফভাটার দখল হয়ে যাওয়া মাঠ পুনরুদ্ধার ও একটি কলেজ প্রতিষ্ঠা করার দাবী জানান বক্তারা।