রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাইর গ্রামের মাইজপাড়ায় জাফর আলম (৬০) নামের এক ব্যক্তি নিজ পুত্র রাশেদ (৩০) কে জবাই করে হত্যা চেষ্টা করেছে।
স্থানীয়রা জানায়, পিতা-পুত্রের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে পুত্র রাশেদকে মারধর করতে শুরু করে পিতা জাফর। পিতার আক্রমণ থেকে রক্ষায় রাশেদ ঘর থেকে বের হয়ে এলে জাফর ছুরি হাতে আবারও তাকে ধাওয়া করলে রাশেদ মাটিতে লুটিয়ে পড়ে।
এই অবস্থায় গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করলে পরিবারের সদস্যরা জাফরের কাছ থেকে ছুরি কেড়ে নেয়। ছুরির আঘাতে আহত রাশেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাফর বদমেজাজি লোক। কথায় কথায় মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নান সোহেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জাফর বাজারে একটি দোকান করেন। তিনি জাফর সওদাগর নামে এলাকায় পরিচিত।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ এসে জাফরকে আটক করে নিয়ে গেছে। আহত রাশেদকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে গলায় পাঁচ সেলাই দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।