আজ সোমবার ২০ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

রাউজানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

এম কামাল উদ্দিন, রাউজান : | প্রকাশের সময় : সোমবার ৩১ অক্টোবর ২০২২ ০৭:০০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাউজান দঃ নোয়াপাড়ার শাপলা সংঘের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হয়। ৩০ অক্টোবর রবিবার রাতে দঃ নোয়াপাড়া শাপলা সংঘ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত মাহফিলের সভাপতিত্ব করেন মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মুহাম্মদ আবুল বশর বাবুল। প্রধান বক্তা ছিলেন বিএফ শাহীন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক হযরাতুলহাজ্ব আল্লামা মোরশেদুল আলম আনোয়ারী। বিশেষ বক্তা ছিলেন কদলপুর হামিদিয়া কামিল ( এম এ) মাদ্রাসার আরবী প্রভাষক হযরাতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ মনজুরুল ইসলাম আলকাদেরী। আলোচক ছিলেন নোয়াপাড়া আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী মাহমুদুল হক আলকাদেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা সংঘের প্রবাসী উপদেষ্টা সমাজ সেবক আলহাজ্ব আবদুল হালিম (সি আই পি), সমাজ সেবক জুবাইয়েত ইলিয়াস, হাজী ওসমাব গনি,হাজী ইউছুপ মেম্বার,ফয়েজ আহমেদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা নঈম উদ্দিন, মাওলানা নেজাম উদ্দিন,মাওলানা মিজানুর রহমান, শওকত হোসেন, আবুল হাসনাত ইমন,মুহাম্মদ জাহেদ, আসিফ,আরিফ,আকিব,আজাদ,সুমন,আবু তাহের প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, হজরত আদম (আ.) যখন মাটিতে মিশ্রিত ছিলেন তখন আল্লাহর দরবারে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলেন নবী মুহাম্মদ (স.)। ঈদে মিলাদুন্নবীর অর্থ নবীর জন্মদিনের আনন্দোৎসব। পৃথিবীর যে কোনো মানুষের মৃত্যুই তার পরিবার, সমাজ ও দেশের জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করে। কিন্তু মহানবী (স.) এর মৃত্যু মানবসমাজ ও সভ্যতার কোনো পর্যায়ে শূন্যতার সৃষ্টি করেনি। যদিও তাঁর মৃত্যুর চেয়ে অধিক বেদনাদায়ক কোনো বিষয় উম্মতের জন্য হতে পারে না। তিনি প্রেরিত হয়েছিলেন সমগ্র পৃথিবীর জন্য আল্লাহর রহমত হিসেবে। রবিউল আউওয়াল মাস এলে মিলাদ মাহফিল আয়োজনের ধুম পড়ে যায়। কিন্তু রাসুল (স.) যে আদর্শ দিয়ে একটি বর্বর জাতিকে আদর্শ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ফুটতে থাকা একটি সমাজকে শান্তির সুশীতল ছায়াতলে এনে দিয়েছিলেন, সেই মহান আদর্শে উত্তরণের কোনো চিহ্ন এখন খুঁজে পাওয়া যায় না। মিলাদ মাহফিলের পাশাপাশি মহানবীর (স.) এর আদর্শ চর্চার প্রয়োজন। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।