আজ শনিবার ৫ অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১

রাউজান বাগোয়ানে পথসভায় নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণা

রাউজান প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম
রাউজান বাগোয়ান ইউনিয়নের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।ইতিমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ রাউজান সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরীর সমর্থনে চলছে প্রচার প্রচারণা, গণসংযোগ, পথসভা। আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী নৌকা প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় ২৬ ডিসেম্বর মঙ্গলবার ১৪ নং বাগোয়ান  ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেছেন নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী। বাগোয়ান  ইউনিয়নের চেয়ারম্যান ভূপেষ বড়ুয়ার সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, যুম্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন , উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম সাজ্জাদ, আওয়ামী লীগ নেতা সুমন দে, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারন সম্পাদক আরিফুল আলম, সৈয়দ মোজাফফর হোসেন, আনছারুল আলম চৌধুরী, প্রকাশ সরকার, আ.জ.ম রাশেদ, আজিমুল হক, আখলাস হোসেন, শ্যামল বড়ুয়া সিন্টু, উদয় দত্ত অর্ক, আনোয়ার হোসেন, নুরুল আবছার, আবদুল খালেক, চম্পক মিত্র, মোহাম্মদ ইয়াসিন, ইসমাইল হোসেন সোহেল, উজ্জ্বল দেব নাথ, রবিউল ইসলাম রাজু, জসিম উদ্দিন অভি, অংকুর বড়ুয়া, জয় চৌধুরী, রবিউল ইসলাম রবিন, তাজিন মাবুদ ইমন প্রমুখ।এসময়তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশ উন্নত ও সমৃদ্ধ হয়েছে,,মানুষ শান্তিতে ঘুুমােেত পাচ্ছে। রাউজানকে মনের মত সাজাতে পেরেছি, রাউজানকে গ্রীন, পিংক, ক্লিন শহরে রূপদিতে পেরেছি। এই সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে অগ্নিসন্ত্রাসীদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে,  ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় দেয়ার মাধ্যমে এই ষড়যন্ত্রের জবাব দিতে। মনে রাখেেত হবে বাংলােেদশ মানে শেখ হাসিনা, শেখ হাসিনা মানে বাংলাদেশ। এর কোনো বিকল্প নেই। এবিএম ফজলে করিম চৌধুরীর নির্বাচনী গনসংযোগ ও পথসভায় নারী সহ প্রচুর সাধারন মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অপরদিকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী স. ম জাফর উল্লাহ চেয়র প্রতীক,স্বতন্ত্র প্রার্থী এড. শফিউল আজম ট্রাক মার্কা,ভোট চেয়ে গণসংযোগ এর মাধ্যমে প্রচারণা করেন।