আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

যেমন থাকবে ঢাকার আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১২ অক্টোবর ২০২২ ০২:৫৩:০০ অপরাহ্ন | জাতীয়

রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় সকালে রোদের দেখা মিললেও ১১টার পর শুরু হয় বৃষ্টি।

 

 

 

এরপর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিসহ মেঘলা হয়ে আছে ঢাকার আকাশ এবং সারা দিন এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবদুল মান্নান।

 

 

 

বুধবার (১২ অক্টোবর) তিনি বলেন, আজ সারা দিন মেঘলা থাকবে আকাশ। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আজ রাজধানীতে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেটা ভারী বর্ষণের আওতায় পড়বে না।

 

 

 

আজ সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার রয়েছে। যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে।

 

 

 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ২ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

 

 

 

এদিকে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

 

 

 

আবহাওয়া অফিস জানায়, সারাদেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র-বৃষ্টি হতে পারে।