আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১
শোকাবহ আগস্ট উপলক্ষে

যুব মহিলা লীগের আলোচনা সভায়, বঙ্গবন্ধু কখনোই নি:শেষ হবার নয়

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অগাস্ট ২০২৩ ১২:৩৯:০০ অপরাহ্ন | রাজনীতি

শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা, শেখ রাসেলসহ নৃশংস হত্যাযজ্ঞ নিহতদের স্মরণে দোয়া, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনী, যুগ্ম আহ্বায়ক নাজমা আক্তার মিতা, জাহানারা সাবের, ও যুব মহিলা লীগ নেত্রী সায়কা দোস্ত, কোহিনূর আক্তারসহ অন্যান্য নেত্রীবর্গ বক্তব্য রাখেন।

 

আলোচনায় সায়রা বানু রৌশনী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য সত্ত্বা। ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করতে চেয়েছিল ঘাতাকচক্র।এটা কখনোই সম্ভব নয়। কারণ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে নিঃশেষ করা যায়না।

 

সভায় ১৫ আগস্ট নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।