আজ সোমবার ১ জুলাই ২০২৪, ১৭ই আষাঢ় ১৪৩১
সন্দ্বীপে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতা

যতদিন বেঁচে থাকি আমৃত্যু দ্বীপের মানুষের সেবা করে যাবো

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ ০৮:২৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মনোনায়ন পত্র যাচাই  বাছাইয়ে  বৈধ ঘোষণার পর গতকাল বিকেল তিনটায় সীতাকুণ্ডের কুমিরা  হয়ে সন্দ্বীপের  উদ্দেশ্য রওয়ানা হন  আওয়ামী লীগের মনোনীত নৌকার  প্রার্থী মাহফুজুর রহমান মিতা এমপি এসয় তিনি গুপ্তছড়া ঘাটে এসে পৌঁছলে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন, বেলা ২ টা থেকে সন্দ্বীপের প্রায় সকল ইউনিয়নের হাজার হাজার জনতা মোটরসাইকেল, বাইসাইকেল, রিক্সা, অটোরিকশা, টেম্পু, টেক্সি, বাস, মাইক্রোবাস,  পিক-আপ, হায়েজ, ট্রাকে করে আওয়ামী লীগের প্রার্থীকে বরন করতে গুপ্তছড়া ঘাটের দিকে আসতে থাকে, হাজার হাজার জনতার ভিড়ে  গুপ্তছড়া বাজার হয়ে দারুস সালাম মার্কেট বেড়িবাঁধ পর্যন্ত ধীরে ধীরে গাড়ি চলতে থাকে, দারুসসালাম মার্কেট থেকে গাড়ি কোন ভাবে পূর্ব দিকে যাচ্ছে না সবাই পায়ে হেঁটে রওয়ানা দেন দ্বীপবন্ধু জেটিতে মিতাকে বরণ করতে,  দ্বীপবন্ধু জেটির সামনে  সংক্ষিপ্ত সমাবেশে মাহফুজুর রহমান মিতা বলেন আমি ১৪ সালে প্রথমে এমপি নির্বাচিত হওয়ার পর আমার স্বপ্ন ছিল সন্দ্বীপের মানুষকে বিদুৎতের আলোয় আলোকিত করা, আমার সে স্বপ্ন ১৮ সালের নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে দিয়েছেন, ১৮ সালে এমপি  নির্বাচিত হওয়ার পর আমি সন্দ্বীপের অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছি, দ্বীপবন্ধু জেটি,ব্লক বেড়িবাঁধ, প্রায় সকল স্কুল কলেজ মাদ্রাসার ভবন নির্মান করছি, আমি এমপি হওয়ার আগে  দ্বীপের দশ বার শতাংশ রাস্তা পাকাঁ ছিল আমি এমপি হওয়ার পর প্রায়  পচাত্তর শতাংশ রাস্তা পাকাকরণ করে দিয়েছে, আগামী ৭ জানুয়ারি নির্বাচিত আমি আবার ও এমপি নির্বাচিত হলে যে অসমাপ্ত কাজ রয়েছে তা সমাপ্ত হবে, এবং সাত তারিখ প্রমান হবে সন্দ্বীপের মাটি শেখ হাসিনার ঘাঁটি, সন্দ্বীপের মাটি নৌকা মার্কার ঘাঁটি,  এবং আমি যতদিন বেঁচে থাকি আমৃত্যু সন্দ্বীপের মানুষের সেবা করে যাব। 

এ সময় অনন্য দের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন বেদন, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, জেলা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের সভাপতি  মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুল হাসান আলাল, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।