আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মুহাম্মদ (স.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আইআইইউসি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইলিয়াছ ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : শনিবার ১১ জুন ২০২২ ০৪:০৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ভারতে বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে  বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যায় চট্টগ্রাম  (আইআইইউসি ) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১১ জুন) সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

 তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা.)। যার চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা। যদি রাসূল (সা.) নিয়ে কোনো কটূক্তি করা হয় তাহলে দুনিয়ার মুসলমানরা ঘরে বসে থাকবে না।

তারা আরো বলেন, কটূক্তিকারী দুই নেতা সরাসরি বিজেপি সরকারের প্রতিনিধিত্ব করে। আমরা জানি, বিজেপি সরকার ইসলাম বিদ্বেষকে পুঁজি করে তার ক্ষমতা ধরে রাখতে চায়। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলে দিতে চাই কটূক্তিকারী দুই নেতাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধনে রাষ্ট্রিয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান জানান বক্তারা।

পরিশেষে বিক্ষোভ মিছিলের মাধ্যমে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠানের সমাপ্তি হয়।