আজ বুধবার ৩ জুলাই ২০২৪, ১৯শে আষাঢ় ১৪৩১

মিরসরাইয়ে ৫৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ০৫:৪৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে প্রায় ৫৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। রবিবার (১০ ডিসেম্বর) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ নুর, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আর্য্যরাজ দত্ত, মেডিকেল টেকনোলজিস্ট মো. কবির হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ সহিদ উল্লাহ। এসময় বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন বলেন, আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ৩৯৪টি কেন্দ্রে ৭৯০ জন টিকাদান কর্মী প্রায় ৫৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে।