আজ বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

মিরসরাইয়ে ৪জন নিহতের ঘটনায় বাস-লরি ও কাভার্ডভ্যান চালকদের আসামী করে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, মিরসরাইঃ | প্রকাশের সময় : শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৭:০৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় চারজন নিহতের ঘটনায় সম্পৃক্ত তিন গাড়ি চালককে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই সাইফুল ইসলাম বাদি হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলায় জোনাকী পরিবহনের অজ্ঞাত চালক, লরি এর অজ্ঞাত চালক ও মিনি কাভার্ডভ্যান এর অজ্ঞাত চালককে আসামী করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, বুধবার কাভার্ডভ্যান চাপায় ৪ জন নিহত ও ৬ জন আহতের ঘটনায়  বাস, লরি ও কাভার্ডভ্যানের অজ্ঞাত চালকদের আসামী করে জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই সাইফুল ইসলাম বাদি হয়ে  মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কের রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী অংশে জোনাকী পরিবহনের একটি বাস ও লরি চালক মহাসড়ক বন্ধ করে ঝগড়া করে। এসময় স্থানীয় কয়েকজন সিএনজি-অটোরিকশা চালক সহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি মিনি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন সিএনজি-অটোরিকশা চালক সহ ৪জন নিহত হয়। আহত হন পুলিশ কর্মকর্তা সহ আরো ৬ জন।