আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে ৩১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : শনিবার ১২ নভেম্বর ২০২২ ০৪:০৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

মিরসরাইয়ে ৩১ কেজি গাঁজা সহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) মাদকদ্রব্য আইনে মামলা করে মাদকসহ আটককৃতদের মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৭ এর উপ-পরিচালক ও স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, মাদক কারবারিদের একটি দল বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী থেকে চট্টগ্রাম শহরের দিকে প্রাইভেটকারযোগে গাঁজা নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে ফুট ওভারব্রিজের নিচে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করা হয়। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা গাড়ীসহ মো. মনির (৪৫), মো. ইব্রাহিম (২৫), মো. সুমন (৩০) ও মোঃ শফিকুর রহমানকে (৬২) আটক করে। পরবর্তীতে প্রাইভেটকারের পিছনে ব্যাকডালার মধ্যে ২ টি প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের’কে আটক করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়। তিনি আরো বলেন, আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তি এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রাম শহর সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৬৫ হাজার টাকা। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আটককৃত ৪জন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।