আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধিততে ধান চাষ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ১৫ জানুয়ারী ২০২৪ ০৫:৩৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে প্রথমবারের মত যান্ত্রিকীকরণ ও আধুনিক চাষাবাদের মাধ্যমে দেড়’শ বিঘা জমিতে সমলয়ে বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে সমলয়ে বোরো ধানের চাষাবাদ কার্যক্রম উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাং নাছির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আবদুছ ছোবহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাং নাছির উদ্দিন বলেন, সমলয় পদ্ধতির চাষাবাদে বীজতলা থেকে শুরু করে ধান মাড়াই পর্যন্ত যান্ত্রিকীকরণের মাধ্যমে সম্পন্ন করা যায়। এই চাষাবাদে কম খরচে কৃষক অধিক ধান উৎপাদন করতে পারবেন। ধানের অধিক ফলনে কৃষকও লাভবান হবেন। এই চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে দেশ খাদ্য উৎপাদনে আরও সমৃদ্ধ হবে।