মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জহির উদ্দিন (৩২) নামে এক ফার্নিচার ব্যবসায়ি নিহত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জোরারগঞ্জ আনসার ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাপাহাড় এলাকার গাউজ মিয়ার পুত্র। স্থানীয় জোরারগঞ্জ বাজারে তার একটি ফার্নিচারের দোকান রয়েছে।
জোরারগঞ্জ বাজারের ব্যবসায়ি নওশা মিয়া জানান, জহির প্রতিদিনের মতো শনিবারও রাতে তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলো। বাজার থেকে কিছুদূর যাওয়ার পর আনসার ক্যাম্পের সামনে জহির উদ্দিন তার সামনে থাকা একটি বাই সাইকেলকে ধাক্কা দিলে পড়ে যায়। পরবর্তীতে পেছন থেকে আসা দ্রæত গতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। আশাপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ফাহিম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় জহির উদ্দিন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় মারাত্মক আঘাত ছিল। মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনাচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, শনিবার রাতে আনসার ক্যাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতের খবর শুনেছি। তবে পুলিশ যাওয়ার আগে নিহতের পরিবার হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে।