আজ সোমবার ১ জুলাই ২০২৪, ১৭ই আষাঢ় ১৪৩১

মিরসরাইয়ে রেডিয়েন্স হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ০৬:০২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

‘বেসরকারি হাসপাতাগুলোকে ব্যবসার বদলে সেবাকে গুরুত্ব দিতে হবে’- ভিসি ইসমাঈল খান

 

‘দেশের প্রায় ১৭ কোটি মানুষকে চিকিৎসা সেবা দেওয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। সরকারিভাবে ৩৫% জনগণ চিকিৎসা সেবা পায়। বাকী ৬৫% জনগণ বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে সেবা পেয়ে থাকে। বেসরকারি হাসপাতালগুলো ব্যবসার মন মানসিকতা ছেড়ে দিয়ে যদি সেবাকে গুরুত্ব দেয় তাহলে রোগী প্রতারিত হবে না। প্রাইভেট হাসপাতালে যতটুকু সেবা দেওয়া সম্ভব তা দেওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে। যে রোগের চিকিৎসা দেওয়া সম্ভব নয় সে রোগীকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিতে হবে। তাতে রোগীও বাঁচবে সেবাও বৃদ্ধি পাবে’। মিরসরাইয়ে ৩০ শয্যা বিশিষ্ট রেডিয়েন্স হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উনুষ্ঠানে এমন মন্তব্য করেন চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডা. ইসমাঈল খান।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বড়তাকিয়া বাজারে হাসপাতালটির উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উপজেলার ১২নং খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনুর সভাপতিত্বে ও হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেন ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন রানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, হাসপাতালের পরিচালক ওমর ফারুক ভূঁইয়া। 

৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে জরুরী বিভাগ, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, জেনারেল বেড পুরুষ/মহিলা, কেবিন, বিশেষায়িত ডায়াগনস্টিক সুবিধা রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।