মিরসরাইয়ে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই ¯েøাগানে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া খেয়ারহাট নুরিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান, খেয়ারহাট দাখিল মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য আনোয়ারুল হক, সাহেরখালী ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান এবাদ, সাবেক সদস্য বাবুল মেম্বার, ১ নং ওয়ার্ডের সদস্য অহিদুল ইসলাম, রাজনীতিবিদ ইকবাল হোসেন ভূঁইয়া, খুন হওয়া ৬ বারের সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে বদরুদৌজা তারেক।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, পুলিশ এখন সেবা নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। মানুষের অভিযোগ শুনছে এবং প্রদক্ষেপ গ্রহণ করছে। এক সময় পুলিশের সাথে সাধারণ মানুষের দুরত্ব ছিলো, পুলিশের কাছে যেতে মানুষ ভয় পেত। এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মানুষ থানায় গিয়ে সেবা গ্রহণ করছে, আমরাও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের কথা শুনছি এবং প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করছি। তিনি বলেন, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, নারী নির্যাতন রোধে সবাই সচেতনতার কোন বিকল্প নেই। তিনি সকলকে এসব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।