আজ শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

মিরসরাইয়ে বিএসটিআই’র লাইসেন্স না থাকায় বেকারিকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ৫ ফেব্রুয়ারী ২০২৪ ০৭:৪৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে ইসপা বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ ফেব্রæয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদন্ড দেন মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এসময় আবুতোরাব বাজারের মেসার্স ভূঁইয়া অয়েল মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান ও পরিদর্শক জিল্লর রহমান।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, মিরসরাই উপজেলা প্রশাসন ও বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে মোড়ক নিবন্ধন সনদ না থাকায় ওজন এবং পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।