আজ শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ই আষাঢ় ১৪৩১

মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : রবিবার ২১ নভেম্বর ২০২১ ১০:৫৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মস্তাননগর ইউর্টান এলাকায় ঢাকাগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৯১৮৬৮) ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সানা উল্লাহ্ (৬০)। তিনি উপজেলার মস্তাননগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই মনির বলেন, সানা উল্লাহ্ নামের এক মাদ্রাসা শিক্ষক প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৯১৮৬৮) গাড়িটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়েছে।