মিরসরাইয়ের ওচমানপুর ইউনুচিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মাহবুবুর রহমান (৬২) ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। সোমবার সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ওচমানপুর ইউনুচিয়া মাদরাসা মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৬ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।
জানাযায় দেশবরেণ্য আলেম-ওলামা, সামাজিক, রাজনৈতিক ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এদিকে মাওলানা মাহবুবুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) ও নুরানী তালিমুল কুরআন বোর্ড। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বুধবার বাদ যোহর উপজেলার বিভিন্ন কওমী মাদরাসায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে।
বেফাক মিরসরাই উপজেলা সভাপতি মাওলানা জমির উদ্দিন বলেন, মাওলানা মাহবুবুর রহমান প্রবীণ আলেম এবং সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা জাহেদ উল্ল্যাহ উনার জানাযায় ইমামতি করেন। তাঁর মৃত্যুতে কওমী মাদরসাগুলো একজন দায়িত্বশীলকে হারিয়েছেন। মাওলানা মাহবুবুর রহমান এর আত্মার মাগফিরাত কামনায় উপজেলার ২১টি কওমী মাদরাসায় বুধবার বাদ যোহর বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে এবং বেফাক মিরসরাই উপজেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া মাওলানা মাহবুবুর রহমান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নুরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ও মিরসরাই উপজেলা সভাপতি মাওলানা নুরুল আলম।