আজ শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

মিরসরাইয়ে প্রবাসীর উপর হামলার ১২ দিনপরও গ্রেপ্তার হয়নি কেউ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : সোমবার ২৮ নভেম্বর ২০২২ ০২:২০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

মিরসরাইয়ে প্রবাসী মো. রফিকুল হায়দার (৩৮) এর উপর হামলার ১২ দিন পরও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত কোন আসামী। তিনি উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের মধ্যম মঘাদিয়া গ্রামের হাফিজুর রহমান মেস্তরী বাড়ীর মৃত সিরাজুল ইসলামের ছেলে। হামলাকারীরা সরকারদলীয় রাজনীতির সাথে জড়িত হওয়ায় তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। হামলায় আহত প্রবাসী রফিকুল হায়দার বলেন, দীর্ঘদিন প্রবাসজীবন থেকে ফিরে আমি এলাকায় গরুর খামার করি। গত ১৭ নভেম্বর সন্ধ্যায় একটি গরু কিনতে স্থানীয় সমিতি বাজার গেলে ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পি (২২), মো. মোজাহারুল ইসলাম জিসান (২২), মো. নাঈম (২১), মো. মাইনুল ইসলাম অভি (২১), মো. তপু (২০) সহ অজ্ঞাত আরো ৫-৬ জন আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমাকে ধারালো ছুরি ও লোহার রড দিয়ে মেরে গুরুতর আহত করে সাথে থাকা ২ লাখ ৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চমেকে চিকিৎসা শেষে আমি বাড়িতে আসলেও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এঘটনায় গত ২৪ নভেম্বর আমার বড় ভাই মো. ওমর ফারুক বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সিআর মামলা নং ২৩৭/২০২২ দায়ের করেন। তিনি আরো বলেন, মামলার পর আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ রহস্যজনক কারণে আসামীদের গ্রেপ্তার করছেনা। আসামীদের দ্রæত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, প্রবাসী মো. রফিকুল হায়দারের উপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। আসামীরা প্রকাশ্যে থাকলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না অভিযোগটি সত্য নয় বলে তিনি দাবী করেন।