আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:২৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন কে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৭ ফেব্রæয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জসিম উদ্দিন। 

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সামছুল হকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নুর মো. জাহাঙ্গীর আলী চৌধুরীর সঞ্চালনায় প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক লিটন গোপাল চক্রবর্তী, গীতা চক্রবর্তী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নজরুল ইসলাম, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মো. আনোয়ার হোসেন, মো. আবুল কালাম আজাদ, বিপ্লব আচার্য্য, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী শাকিলা পারভীন দীপু। 

উল্লেখ্য, ১৯৮৮ সালের ২০ ফেব্রæয়ারি সহকারি শিক্ষক হিসেবে দুর্গাপুর নগেন্দ্রে চন্দ্র উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন মোহাম্মদ রুহুল আমিন। পরবর্তীতে ২০১১ সালে তিনি একই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর তিনি প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়ে পড়ালেখার মানউন্নয়নে প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন নিজের সর্বোচ্চ দিয়ে গেছেন। তিনি একজন সুন্দর মনের মানুষ। তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে বিদালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় একাধিকবার শতভাগ পাশ করে। তিনি বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য সব সময় কাজ করে গেছেন। আমি মোহাম্মদ রুহুল আমিন এর অবসরজনিত সময় যাতে শান্তিপূর্ণভাবে কাটে সে প্রার্থনা করবো।