মিরসরাইয়ে প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ রিয়াজকে গ্রেফতার করেছে র্যাব-৭। রবিবার (১০ নভেম্বর) রাতে সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। রিয়াজ উপজেলার ধুম ইউনিয়নের দক্ষিণ ধুম গ্রামের মোঃ সিরাজের ছেলে।
জানা গেছে, মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী নারী তিশা (ছদ্মনাম) অসুস্থতার কারনে স্বামীকে ডিভোর্স দিয়ে উপজেলার ধুম ইউনিয়নের দক্ষিণ ধুম গ্রামে তার ভাইয়ের বাসায় থাকতেন । গত ২৪ জুলাই সকালে তিশার তীব্র মানসিক সমস্যা দেখা দিলে সে ঘর থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রাত ১১টায় রিয়াজ সহ আরো কয়েকজন তিশাকে একা পেয়ে মুখ বেঁধে উপজেলার ধুম ইউনিয়নস্থ আনোয়ারের পুকুর পাড়ে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এসময় তিশার আত্মচিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তিশাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ঘটনায় তিশার ভাবী বাদী হয়ে গত ২৮ জুলাই জোরারগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা (নং-১৪) দায়ের করেন। মামলার পর আসামীরা গ্রেফতার এড়াতে এলাকা ছাড়া হয়ে যায়। র্যাব-৭ মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ রিয়াজকে ১০ নভেম্বর রাতে সীতাকুণ্ড থানাধীন বড় দারোগারহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে র্যাব-৭।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, গনধর্ষন মামলার আসামি মোঃ রিয়াজকে র্যাব-৭ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।