মিরসরাইয়ে পুকুরে ডুবে মো. রায়হান উদ্দিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ৪নং ধুম ইউনিয়নের আনন্দবাজার গ্রামের আবু তাহের মেস্ত্রী বাড়ির আবুল হাসিম রাসেলের ছোট ছেলে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এঘটনা ঘটে।
রায়হানের জেঠা আবুল কাশেম বলেন, বিকেলে বাড়িতে খেলাধুলার সময় রায়হান সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভেসে উঠতে দেখা যায়। এসময় তাকে উদ্ধার করে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এসএ ফারুক বলেন, মো. রায়হান উদ্দিন নামে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে দাবী করেছিলো পরিবার।
তিনি আরো বলেন, গত সপ্তাহেও পানিতে ডুবে মৃত্যু হওয়া একজন শিশুকে হাসপাতাল আনা হয়েছিলো। শিশুদের বিষয়ে পরিবারের অভিভাবকদের আরো সচেতন হওয়া উচিত।