আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে পাচারের সময় ৫টি তক্ষক উদ্ধার, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:৩১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে পাচারের সময় ৫টি তক্ষক উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (৭ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার করেরহাট এলাকায় একটি শপিং ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করার সময় মো: মাসুদ (৩৫) নামে যুবককে আটক করে পুলিশ। পরবর্তীতে ব্যাগ তল্লাশী করে ৫টি তক্ষক পাওয়া যায়। মাসুদ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মো. শামসুল হকের ছেলে। অভিযুক্ত মাসুদকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান হয়। উদ্ধাকৃত ৫টি তক্ষক বুধবার বিকেলে করেরহাট রিজার্ভ ফরেস্ট এলাকায় অবমুক্ত করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, সকালে পুলিশের একটি টিম করেরহাট এলাকায় ডিউটি করার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। এরপর তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে পাঁচটি তক্ষক উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন বলেন, মাসুদ নামে ওই ব্যক্তি তক্ষকগুলো খাগড়াছড়ির মহালছড়ি থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ আটক করে আমাদের খবর দেয়। এরপর নির্বাহী ম্যাজিস্টেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিনের সাজা দিয়েছেন। বিকেলে তক্ষক ৫টি করেরহাট বনে অবমুক্ত করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান বলেন, বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ, যেকোন মূল্যে বন্যপ্রাণী রক্ষা করতে হবে। মাসুদ নামে এক ব্যক্তি পাচারের উদ্দেশ্যে অবৈধ ভাবে ৫টি তক্ষক নেওয়ার সময় পুলিশ আটক করে। পরবর্তীতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর অধীনে মো: মাসুদ (৩৫) কে দোষী সাব্যস্ত করে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।