আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে নৌকার প্রার্থীর মতবিনিময়, সভা পন্ড করে দিল নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩ ১০:০২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুর উর রহমান রুহেলের মতবিনিময় সভা পন্ড করে দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানূর রহমান। শনিবার বিকালে আরশিনগর ফিউচার পার্কে উপজেলা ‘স্বেচ্ছাসেবী ভাবনায় মিরসরাইয়ের সম্ভাবনা, সমস্যা সমাধান ও উন্নয়ন শীর্ষক ’ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের সঞ্চালনায় এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। বেলা প্রায় সাড়ে ৪টার দিকে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ মিজানুর রহমান। তিনি গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। এসময় নৌকার প্রার্থী মাহবুর উর রহমান রুহেল সংক্ষিপ্ত বক্তব্য রেখে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। 

এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বলেন, আরশিনগর ফিউচার পার্কে স্বেচ্ছাসেবী সংস্থার সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাহবুর উর রহমান রুহেল। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠানস্থলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। এর বেশি কিছু বলতে পারছিনা।