আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে নিবন্ধন না থাকায় ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : শনিবার ৪ জুন ২০২২ ০৭:৩৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে অনিবন্ধিত ১টি হাসপাতাল, ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফিজিওথেরাপি সেন্টার নিবন্ধন না থাকায় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন।

বন্ধকৃত প্রতিষ্ঠানগুলো হলো বড়তাকিয়া চক্ষু হাসপাতাল, নিউ মোহাম্মদিয়া ল্যাব, আবুতোরাব ডায়াগনস্টিক সেন্টার, রিয়েল ডায়াগনস্টিক সেন্টার ও মিরসরাই ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজুর রহমান জানান, উপজেলার কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করে নিবন্ধন না থাকায় একটি চক্ষু হাসপাতাল, ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফিজিওথেরাপি সেন্টার সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধকৃত কোন প্রতিষ্ঠান যদি স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করে তাহলে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সকল প্রতিষ্ঠানের নিবন্ধন নেই সেখানে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।