আজ সোমবার ২০ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

মিরসরাইয়ে নকল প্রসাধনী কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ০৬:২১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উৎপাদনের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার মঈন উদ্দিন ফিলিং স্টেশনের পূর্ব পাশে শাহ মঞ্জিলের একটি কক্ষে অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। অভিযানে মোহাম্মদ জামাল আক্তার সিদ্দিককে (৪০) ১৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযানে হেয়ার ওয়াশ মৌলি কসমেটিকস ৫০ পিস, জেসকো সেভিং জেল মোডলি কসমেটিকস ৬০ পিস, ফেস মেসেজ ক্রিম ৫০ পিস, পিউর কোকোনাট তেল ২০ পিস, সাইনিং হেয়ার ওয়াস কসমেটিকস বিপিকিং ওয়াকস ৫০ পিস, সেনেটারি হ্যান্ড সেনিটাইচার ৫০ পিস ও ক্যামিক্যাল ৩ ড্রাম জব্দ করা হয়। সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ বলেন, জামাল আক্তার সিদ্দিকী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে একটি আবাসিক ভবনে ভেজাল প্রসাধনী তৈরি করে আসছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরীর সত্যতা পাই। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করলে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, মানব দেহের জন্য ক্ষতিকর এমন নকল প্রসাধনী তৈরির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৮টি কসমেটিকস তৈরির কাচাঁমাল জব্দ করা হয়। এসময় জামাল আক্তার সিদ্দিকীকে ১৮ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সেইসাথে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।