আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে দখলমুক্ত অর্ধকোটি টাকার সম্পত্তি

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বুধবার ১৬ নভেম্বর ২০২২ ০৪:৪০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

মিরসরাইয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অর্ধকোটি টাকার সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার মিঠাছরা বাজারে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার গর্ভনিং বডির সদস্য সচিব ও অধ্যক্ষ মো. এমদাদ উল্লাহ খাঁন জানান, স্থানীয় প্রভাবশালী মো. লৎফুল হক, মো. নুরুল আলম, মো. ফখরুল ইসলাম, মো. শামীম উদ্দিন চৌধুরী ও মো. কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদারাসার নামীয় ২.৩০ শতক জায়গার উপর দালান নির্মাণ করে দোকান করে আসছেন। একাধিকবার তাদের জায়গায় ছেড়ে দেওয়ার জন্য বলার পরও তারা ছেড়ে দেয়নি। সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসকের সরনাপন্ন হলে জেলা প্রশাসক মমিনুর রহমান গত ১১ আগস্ট অবৈধ দখলদারের নাম উল্লেখ করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ জারী করেছেন। নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির দখল বুঝে নিয়ে জেলা প্রশাসক বরাবরে নিশ্চিত করার জন্য মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন। নোটিশ দেওয়ার ৩ মাস অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনকে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার সকালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব উচ্ছেদ অভিযান পরিচালনা করে মাদরাসার জায়গা দখলমুক্ত করা হয়। মাদরাসার সম্পত্তি দখলমুক্ত করার জন্য তিনি চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ও মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাসুদ কামাল এবং সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আরাফাত।