আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে তিনটি মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ ০৫:১৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

মিরসরাইয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে মোটরসাইকেল চোর চক্র। প্রতিনিয়নত চুরি হচ্ছে কারো না কারো মোটরসরাইকেল। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোর রাতে মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ড গোভনীয়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ডাকবাংলো এলাকা থেকে তিনটি মোটর সাইকেল চুরি হয়। জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে পৌরসভার ডাকবাংলো এলাকা থেকে চোরের দল গ্রীলের তালা ও মোটর সাইকেলের হাইড্রোলিক লক ভেঙ্গে সাংবাদিক আশরাফ উদ্দিন এর হিরো গøামার ঢাকা মেট্রো-হ-২০-৯৮৬১, একমি ঔষধ কোম্পানির মার্কেটিং অফিসার ইমাজ উদ্দিনের ডিসকভার ফেনী-হ-১২-৬৫১৪ ও মিরসরাইয়ের ব্যবসায়ী সালাউদ্দিনের পালচার চট্টমেট্রো-ল-১৪-৬৪৮২ সহ মোট ৩টি মোটরসাইকেল নিয়ে যায়। এসময় চোরের দল সিসিটিভি ক্যামরাও ভাংচুর করে রেখে যায়। মিরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার মিরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন জানান, গত বছর মোটরসাইকেল চোর চক্র মিরসরাই উপজেলা থেকে প্রায় শতাধিক মোটর সাইকেল চুরি করে। চোর চক্রের বিরুদ্ধে লেখার কারনে তার মোটরসাইকেলটিও তখন একবার চুরি করা হয়। তবে সে সময় মিরসরাই থানা পুলিশ তড়িৎ উদ্যোগে মোটরসাইকেলটি উদ্ধার করে। সেই ক্ষোভ থেকে তারা পুনরায় মোটরসাইকেলটি আবারো চুরি করে থাকতে পারে বলে জানান তিনি। এবিষয়ে মিরসরাই থানায় একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরবেলার মধ্যে ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে অপরাধীদের শনাক্ত ও মোটরসাইকেলগুলো উদ্ধার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।