মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে ডাকাত সন্দেহে তিন র্যাব সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭ টার সময় র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা বারইয়ারহাট পৌর বাজারের ফুটওভার ব্রীজের নিচে অভিযান পরিচালনা করার সময় এ ঘটনা ঘটে। স্থানীয় উৎসক জনতা ডাকাত সন্দেহে র্যাবের অভিযানে থাকা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৪৫-২০২৯) গাড়ির গøাস ভাংচুর করে এবং তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় র্যাবের ৩ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত র্যাব সদস্যরা হলেন, মো. শামীম কাউসার (২৯), মোখলেস (৩৩), পারভেজ (২৮)। তাদের মাথা ও শরীরে প্রচুর জখম হয়েছে। আহত র্যাব সদস্যদেরকে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও বারইয়ারহাট মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত মো. শামীম কাউসার ও মোখলেস এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে করে রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি ট্রাককে পেছনে থাকা র্যাব সদস্যদের বহনকারী প্রাইভেটককার দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ট্রাকটি বারইয়ারহাট পৌর বাজারের ফুট ওভারব্রীজ বরাবর এসে থামানোর পর ড্রাইভার ডাকাত ডাকাত বলে চিৎকার করে। পরবর্তীতে স্থানীয়রা প্রাইভেটকারে সিভিল ড্রেসে থাকা র্যাব সদস্যদের গণধোলাই দেয়। এসময় র্যাব সদস্যদের উদ্ধার করতে ফেনী ক্যাম্প থেকে র্যাবের আরো কিছু সদস্য ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র্যাব কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময় জোরারগঞ্জ থানা পুলিশ ও র্যাব সদস্যরা আহত র্যাব সদস্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বারইয়ারহাট পৌর বাজারে র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন ছিলো। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে অভিযান পরিচালনা করার সময় সিভিল ড্রেসে থাকা র্যাব সদস্যদের উপর ডাকাত সন্দেহে হামলার ঘটনা ঘটে। বিষয়টি শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত র্যাব সদস্যদের হাসপাতালে ভর্তি করায়। পরে র্যাবের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, বারইয়ারহাটে অভিযান পরিচালনার সময় কিছু দূর্বৃত্ত র্যাব সদস্যদের উপর হামলা করে। এতে র্যাবের ৩ সদস্য গুরুতর আহত হয়। আহতদের ফেনী নেওয়া হয়েছে। রাত ৯টার দিকে আহত মো. শামীম কাউসার (২৯) ও মোখলেস (৩৩) ঢাকার সিএমএইচ হাসাপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। পারভেজ নামের বাকি আহত একজন ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ছে।