আজ শনিবার ৫ অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে টপসয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ২৭ ডিসেম্বর ২০২৩ ১০:২০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রির অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকার তালবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টপসয়েল কাটার কাজে জড়িত মিরসরাই পৌরসভার তারাকাটিয়া গ্রামের মৃত মো. জাগির হোসেনের ছেলে মো: ইউসুফ উদ্দিন (৩২) কে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, বিসিক শিল্প এলাকার নিকটবর্তী তালবাড়িয়া নামক এলাকায় এক্সকেভেটর দ্বারা কৃষি জমির টপসয়েল কেটে অন্যত্র পরিবহনের অভিযোগে মঙ্গলবার রাত ৯টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমির টপসয়েল কাটার সত্যতা পাওয়া যায় এবং ঘটনাস্থলে একটি বড় সাইজের হলুদ রঙের এক্সাভেটর পাওয়া যায়। এসময় মো: ইউসুফ উদ্দিন (৩২) টপসয়েল কাটার কাজে জড়িত বলে স্বীকারোক্তি দেন এবং ভবিষ্যতে এধরণের কাজ আর করবেন না মর্মে অঙ্গিকার ব্যক্ত করে মুচলেকা প্রদান করেন। অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটায় সরবরাহের দায়ে অভিযুক্ত মো: ইউসুফ কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।