আজ বুধবার ৩ জুলাই ২০২৪, ১৯শে আষাঢ় ১৪৩১

মিরসরাইয়ে ছাত্রলীগ কর্মী জুয়েল হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ০৬:৫৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী জিয়াউল হাসান (২২) প্রকাশ জুয়েলকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ৪ নাম্বার আসামি আবুল বশরকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৭)। রবিবার (১০ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কাজী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবুল বশর উপজেলার মিঠানালা ইউনিয়নের রাজাপুর এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গত ২৮ নভেম্বর নিহত জুয়েলের সাথে মামলার আসামী আবুল বশরের সাথে অন্যান্য সহযোগীদের সাথে বাকবিতÐা হয়। পরদিন ২৯ নভেম্বর রাতে রাজাপুর নতুন রাস্তার মাথায় দোকানে চা খাওয়ার সময় বশর ও তার সহযোগীরা জুয়েলকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা মো. আলমগীর বাদী হয়ে চার জন এজাহারনামীয় দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরের বন্দর থানার কাজী পাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ নাম্বার আসামি আবুল বশরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েলকে কুপিয়ে হত্যা করে বলে জানায়। তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, জুয়েল হত্যা মামলার ৪ নম্বর আসামী আবুল বশরকে রবিবার রাতে র‌্যাবের একটি দল থানায় হস্তান্তর করেছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।