চট্টগ্রামের মিরসরাইয়ে খালে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নুরুল হুদা (৩৮) নামে এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকার ১৬ নাম্বার গেইট এলাকায় বামনসুন্দর খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নুরুল হুদা উপজেলার মধ্যম তালবাড়িয়া এলাকার মোর্শেদ আহম্মদের পুত্র। পেশায় সে পিকআপ চালক।
নুরুল হুদার মামা আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে আমার ভাগিনা নুরুল হুদা আরো কয়েকজনের সাথে অর্থনৈতিক অঞ্চলের বামনসুন্দর খালে জাল মারতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। প্রায় ২ ঘন্টার পর সন্ধ্যায় স্থানীয় জেলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে বড়তাকিয়া লাইপ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হুদার দু’টি সন্তান রয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, বামনসুন্দর খালে জাল দিয়ে মাছ ধরার সময় পানিতে একজন মারা যাওয়ার ঘটনা শুনেছি। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে।