মিরসরাইয়ে একাধিক মামলার আসামী জোবায়েদ পারভেজ (৩০) কে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের আবু তাহেরের ছেলে। শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় মিরসরাই উপজেলার হিঙ্গুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৬ জুলাই) বেলা ১১টায় বারইয়ারহাটে র্যাবের উপর হামলার মামলা ও জোরারগঞ্জ থানার এজাহারনামীয় আসামী হিসেবে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সংবাদকর্মী মো. শফিকুর রহমান বলেন, পারভেজের মাদক ব্যবসার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেওয়ায় গত ২৬ মে আমার উপর উপর্যপুরি হামলা করেছে পারভেজ ও তার দলবল। এই ঘটনায় আমি ছাগলানইয়া থানায় মামলা (নং ২০) দায়ের করেছি। আমার পায়ের দু’বার অপারেশন করা হয়েছে। এখনো এখনো চলাফেরা করতে পারি না, বিচানায় শুয়ে থাকতে হয়। মাদক ব্যবসা, মারামারি, চাঁদাবাজি, ডাকাতির ডজনখানেক মামলা রয়েছে পারভেজের বিরুদ্ধে। রাজত্ব চলে ফেনী নদীর এপার-ওপার দুপারে। এজন্য সে গড়ে তুলেছে একটি সিন্ডিকেট।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে জোরারগঞ্জ থানা, ফেনী সদর থানা ও ছাগলনাইয়া থানায় ডজনখানেক মামলা রয়েছে। বর্তমানে ছাগলনাইয়া থানার সব মামলায় জামিনে আছে। জোরারগঞ্জ থানার দুটি মামলায় শনিবার (১৬ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।