আজ শনিবার ৪ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

মিরসরাইয়ে উঠান বৈঠকে নৌকার মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ২৫ ডিসেম্বর ২০২৩ ০৫:২৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

‘আমাদের যুব সমাজ মাদকের চোবলে ধ্বংস হয়ে যাচ্ছে। ৭ম-৮ম শ্রেনীর ছাত্ররা মাদকে আসক্ত। যে পরিবারের একজন সন্তান মাদকাসক্ত সেই পরিবার জানে মাদকের ভয়াবহতা সম্পর্কে। মাদকের কারণে পরিবার ধ্বংস, দেশ ধ্বংস। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবো।’ চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুব উর রহমান রুহেল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি সোমবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী জোরারগঞ্জ ইউনিয়নে ৮ টি উঠান বৈঠক করেন। 

এসময় তিনি আরো বলেন, ‘আমাদের যুব সমাজকে দক্ষ জনশক্তি ও উচ্চ শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে মিরসরাইয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও আইটি পার্ক গড়ে তুলবো। সরকারের গৃহায়ণ ও গনপূর্ত বিভাগ কর্তৃক প্রণীত মহাপরিকল্পনা অনুযায়ী পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে মিরসরাইকে মডেল উপজেলা হিসেবে গঠন করবো।’

নির্বাচনকে ঘিরে মিরসরাইয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে রুহেল বলেন, ‘আমার বাবা বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যাদেরকে নেতা বানিয়েছিলেন তারা মুনাফেকী করে আজ নৌকার বিরুদ্ধে কাজ করছে। মিরসরাইতে একটি সিন্ডিকেট কাজ করছে। বন্দর খেকো ও ভূমিদস্যুরা একত্রিত হয়ে মিরসরাইয়ে মাফিয়াচক্র তৈরীর চেষ্টা করছে। নৌকা হেরে গেলে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সহ সমগ্র উন্নয়ন কর্মযজ্ঞ বাধাগ্রস্থ হবে। প্রতিটি ভোট মূল্যবান। আপনারা ভোট সঠিক জায়গায় দিবেন। ভোট ভুল জায়গায় গেলে মিরসরাই অনেক পিছিয়ে যাবে।’

জোরারগঞ্জ ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে শাহ কালা (রহঃ) প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় শেষে দিনব্যাপী উঠান বৈঠক অনুষ্ঠিত হয় মস্তাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিজি বাড়ী মসজিদ সংলগ্ন, খিলমুরারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহীনুর হোসেন শাহীন মেম্বার বাড়ী, উত্তর সোনাপাহাড় ইমামপুর ঈদগাহ, পূর্ব পরাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশেদুল ইকবাল মেম্বার বাড়ী ও আবুল কোম্পানী বাড়ী প্রাঙ্গনে। জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার সার্বিক দিকনির্দেশনায় এবং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও কেন্দ্র কমিটির উদ্যোগে আয়োজিত এসব উঠান বৈঠকে বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, সহ-দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার তানজীব উল আলম, মিরসরাই এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দে, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ করিম রানা প্রমুখ।