আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই:: | প্রকাশের সময় : সোমবার ২ জানুয়ারী ২০২৩ ০৪:১২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

মিরসরাইয়ে ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন টিটুকে দলের সাংগঠনিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১ জানুয়ারী) ভোর রাতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শেষ করে বাড়ি যাওয়ার পথে যুবলীগ-ছাত্রলীগের কর্মীদের উপর হামলার ঘটনায় মাঈন উদ্দিন টিটুকে অব্যাহতি দিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত রবিবার (১ জানুয়ারী) ভোর ৪টায় ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ও উত্তর জেলা ছাত্রলীগের নেত্রীবৃন্দের উপর দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা ও পিস্তলের গুলি নিক্ষেপ করে নেতা কর্মীদের আহত করে। উক্ত ঘটনায় দলীয় ভাবমূর্তী ক্ষুন্ন হয় এবং বেআইনী কার্যকলাপের দ্বারা দলীয় সংগঠন বিরোধী কার্যক্রমের কারণে ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন টিটু, পিতা আরব আলী কে ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সকল ধরনের, সকল স্তরের সাংগঠনিক কার্যক্রম হইতে অব্যাহতি প্রদান করা হলো। ঘটনারদিন রবিবার (১ ডিসেম্বর) রাতেই জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম চেয়াম্যান ও সভাপতি শ্যামল দেওয়াজনী স্বাক্ষরিত একটি দলিয় প্যাড়ে এই সিদ্যান্ত নেয়া হয়।’ অব্যাহতি আদেশটি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন গ্রহণ করেছেন। ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মাঈন উদ্দিন টিটুর ব্যবহৃত ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া গেছে। ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, মাঈন উদ্দিন টিটু ও তার অনুসারীরা কোন প্রকার উস্কানী ছাড়াই রবিবার ভোর ৪টায় ছাত্রলীগ, যুবলীগসহ সরকারদলীয় নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে অতর্কীত হামলা করে। হামলার সময় সে সকলের সম্মুখে থেকেই পিস্তল উচিয়ে গুলি করেছে। দলীয় লোকের উপর হামলায় ঘটনায় সাংগঠনিক সিদান্ত অনুযায়ী তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রশাসনকে অনুরোধ করবো মামলা পরবর্তী তাদের ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র যেন উদ্ধার করে ও তাদের আইনের আওতায় নিয়ে আসে। অন্যথায় ভবিষ্যতে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র হত্যাসহ যে কোন অপারধমূলক কর্মকান্ডে ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। প্রসঙ্গত : জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া ১০দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শেষ দিন রবিবার ভোর রাতে মেলা থেকে বাড়ি যাওয়ার পথে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে সদ্য অব্যাহতি পাওয়া যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন টিটুর নেতৃত্বে তার গ্রæপের লোকজন মেলার দায়িত্বে থাকা ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের উপর হামলা করে। এসময় ১৫ জন নেতাকর্মী আহত হয়। আহদের মধ্যে ৭জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় সোমবার (২ জানুয়ারী) বিকাল ৫টা পর্যন্ত থানায় কেউ মামলা করেনি এবং কেউ আটক হয়নি বলে নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন।