মিরসরাইয়ে ১১২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত মডেল আশ্রয়ন প্রকল্পের দলিল হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকায় ২.৬০ একর জমিতে নির্মিত ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরের মালিকদের কাছে দলিল হস্তান্তর করেন সাবেক গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। দলিল হস্তান্তর উপলক্ষে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম দিদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পষিদের চেয়ারম্যান মো. জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রবিউল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখার রাসেল সহ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন। জানা গেছে, দেশে এর আগে সরকারি খাস জায়গায় ভূমিহীনদের জন্য আবাসন প্রকল্প গড়ে তুলেছে সরকার। প্রথম বারের মত সরকার ব্যক্তি থেকে জায়গা ক্রয় করে মিরসরাই সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকায় ১১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির উপর নির্মিত ঘরগুলো হস্তান্তর করে। গত ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মতো মিরসরাইয়ে ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ শেষে ভূমিহীনদের মাঝে আমরা ঘরের দলিল হস্তান্তর করেছি। এটি সরকারের নিজস্ব ক্রয়কৃত জমিতে দেশের প্রথম আশ্রয়ন প্রকল্প। এখানে ভূমিহীনদের বসবাসের জন্য রয়েছে ৩০ শতকের একটি পুকুর, মসজিদ, খেলার মাঠ ও ৮ শতক জায়গায় কবরস্থান, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।