মিরসরাইয়ের শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক, সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের (৪০) জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারি) সকাল ১০টায় শান্তিরহাট মাদরাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় বারইয়ারহাট ব্র্যাক ব্যাংকের নিজ অফিস কক্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। প্রিয় এই মানুষকে শেষ বারের মত বিদায় জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল স্বেচ্ছাসেবী সংগঠন ‘শান্তিনীড়’ প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে উপজেলায় বিভিন্ন সামাজিক ও শিক্ষা নিয়ে কাজ করার মাধ্যমে পরিচিতি লাভ করেন। শান্তিনীড় ছাড়াও তিনি বারইয়ারহাট আল হেরা স্কুল পরিচালনা কমিটির সভাপতি, জমজম এর ব্যবস্থাপনা পরিচালক, মিরসরাই প্রেসক্লাবের দাতা সদস্য, মিরসরাই নাগরিক কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব সহ অসংখ্য সামাজিক, ধর্মীয়, ব্যবসায়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
তিনি উপজেলার বারইয়ারহাট পৌরসভার বন্দে আলী ভূঁইয়া বাড়ির নুরুল হুদার ছেলে। মৃত্যুকালে তিনি বাবা,মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সাবেদ উর রহমান সুমু, ক্লিফটন গ্রæপের সিইও মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই উপজেলা নাগরিক কমিটির মহাসচিব এনায়েত হোসেন নয়ন, শান্তিনীড়ের উপদেষ্টা মীর্জা জসীম উদ্দিন, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি এজেডএম সাইফুল ইসলাম টুটুল। জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।