আজ শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ই আষাঢ় ১৪৩১

মিনিট্রাকের চাপায় পিষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু হাটহাজারীতে ৪ সন্তানের ভবিষ্যৎ কি হবে!

মাহমুদ আল আজাদ, হাটহাজারী : | প্রকাশের সময় : শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ ০৪:৫৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারীতে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে মিনিট্রাকের উপর থেকে পড়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে রাজমিস্ত্রী আবদুল মান্নান(৪০)।শুক্রবার(১০ নভেম্বর)সকাল সাড়ে নয়টায় ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোবরা এলাকায় গ্রামীণ সড়কে এ দূর্ঘটনা ঘটে।ঘটনাস্থলে  সে মারা যায়। নিহত মন্নান পৌরসভার  ৭নং ওয়ার্ড দক্ষিণ চন্দ্রপুর হাজী আব্দুল গনি বাড়ীর মৃত আবদুর রশিদের পুত্র। তার সংসার জীবনে ৩ ছেলে মামুন(১২)মাহিন(৭)মিশকাত(৪)ও  মুক্ত(১০) নামের এক কন্যা সন্তান রয়েছে।

 

পরিবারও স্থানীয় প্রত্যক্ষদর্শী বরাত জানা যায়,শুক্রবার সকালে বাড়ির ছেলেদের সাথে তার নিজের দুই ভাই সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার একটি মাঠে  ফুটবল খেলতে যায়।খেলার কিছুক্ষণের মধ্যে শরীরে খারাপ লাগছে বলছিল। সে আর খেলা খেলেনি।খেলা শেষে মিনিটের আগে করে বাড়ি ফেরার পথে  গ্রামীণ একটি সড়কে কালভার্ট পার হতে ঝাকুনি খেয়ে নিচে পরে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মাথা তেতলে যায়।ঘটনাস্থলে সে মারা যায় বলে স্থানীয়রা জানান। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় যোগাযোগ করে পারিবারিকভাবে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় বলে জানান মোঃ সোলাইমান সওদাগর। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে সুখের ছায়া। বাকরুদ্ধ হয়ে পড়ে আছে নিহতের স্ত্রী ও স্বজনরা।

 

এ বিষয়ে জানতে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সম্ভব হয়নি।