আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১
বে-টার্মিনাল প্রকল্প

মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণে সমঝোতা স্বাক্ষর বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১৫ মে ২০২৪ ০২:৩৫:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণে আগামীকাল বৃহস্পতিবার (১৬ মে) আবুধাবি পোর্ট ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সমঝোতা স্বাক্ষর হতে যাচ্ছে।

দ্য ওয়েস্টিন ঢাকায় এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে আবুধাবি পোর্টের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল। উপস্থিত থাকবেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহাইলসহ বন্দরের কর্মকর্তারা।

এদিকে, আবুধাবি পোর্টের তিন কর্মকর্তা বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। তারা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। চট্টগ্রামে অবস্থানকালে তারা দুই দেশ কীভাবে বে-টার্মিনাল বন্দরটি পরিচালনা করবে সে বিষয়ে আলোচনা করছেন।

আবুধাবি পোর্ট বে-টার্মিনাল প্রকল্পে এক বিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানিয়েছে। এর আগে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও ডিপি ওয়ার্ল্ড’র সঙ্গে সমঝোতা স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।



সবচেয়ে জনপ্রিয়