সাতকানিয়া কেরানীহাট মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লিমিটেড সার্ভিস সেন্টারে গতকাল ৮ এপ্রিল শনিবার ইফতার ও উন্নয়ন সভা অনুষ্টিত হয়েছে। চট্টগ্রাম ডিভিশন এ এমডি এন্ড ইন্চার্জ মোহাম্মদ মীর হোসেন ইফতার ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন কারো ব্যক্তি জীবন ও সম্পত্তির ঝুকি মোকাবিলার প্রকৃয়া হলো বর্তমান কালের বীমা ব্যবস্তা। মানুষের ব্যক্তিগত জীবন ও তার সহায় সম্পদ সকল সময়ে ঝুকি দ্বারা পরিবেষ্টিত। মানুষকে এই ঝুকির হাত থেকে আর্থিক নি:স্কৃতি বা আর্থিক নিচয়তা প্রধানের লক্ষে যে ব্যবস্তা গৃহিত হয় তাকে বীমা বলা হয়। বীমা হল একটি লিখিত চুক্তি। তিনি আরো বলেন যেখানে বীমা পত্র গ্রহিতা নিদ্দিষ্ট প্রিমিয়াম এর বিনিময়ে তার সম্ভাব্য ঝুকি বা বিপদের ভার বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্টানের উপর অর্পন করেন। কেরানীহাট সার্ভিস সেন্টারের জেইভিপি এন্ড ইন্চার্জ মো: আজিজুল হাছানের সভাপতিত্বে ও কেরানীহাট সার্ভিস সেন্টারের এভিপি এস এম ইউচুপের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর কেরানীহাট জোন এসভিপি এন্ড ইন্চার্জ মোহাম্মদ নাঈম উদ্দিন, জোটপুকুরিয়া জোন ভিপি ইন্চার্জ মিনহাজ উদ্দিন ওসমানী, বান্দরবান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আজাদসহ কোম্পানীর এফ এ বৃন্দ। চলতি মাসে উল্লেখ যোগ্য ব্যবসা করায় এফ এ ফরিদা ইয়াসমিন ও মনোয়ারা বেগমকে পুরুস্কার প্রদান করা হয় মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্টান শেষ হয়।