আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : | প্রকাশের সময় : বুধবার ১০ জানুয়ারী ২০২৪ ০৮:৩৭:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

রামুর প্রাণকেন্দ্র বাইপাস সংলগ্ন সিকদারপাড়া সড়কে অবস্থিত অনন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। 

 

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সীতাকুণ্ড কামিল (মাস্টার্স) মাদরাসার সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আল্লামা মাহমুদুল হক। 

 

তিনি বলেন, নবী রাসুলদের (আ.) প্রথম সবক দিয়েছিলেন স্বয়ং আল্লাহ। সেই সবকের আলোকেই তাঁরা উম্মতদের শিক্ষা দেন। কুরআন হাদিসের জ্ঞান লুকায়িত রাখা যাবে না। তাই আলেম সমাজকে সেই দায়িত্ব পালন করতে হবে। 

 

বক্তব্যের আগে নতুন ছাত্র-ছাত্রীদের সবক প্রদান করেন আল্লামা মাহমুদুল হক। 

 

প্রিন্সিপাল মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ফঁতেখারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রামু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল হক, রামু উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব মাওলানা নুরুল হাকিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলা সভাপতি আলহাজ্ব হাফেজ আহমদ,

কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ও সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, কক্সডিজিটাল গ্রুপের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, এমডি হেলাল উদ্দিন নেওয়াজ, এ.এমডি জয়নাল আবেদীন, ফিন্যান্স ডিরেক্টর আকতার হোসাইন, অর্গানাইজিং ডিরেক্টর ডাঃ শামীমুল আরশাদ, ডিরেক্টর তৈয়ব উদ্দিন, মিজানুর রহমান, সলিম আহমদ, ইয়াছিন আরাফাত প্রমুখ। 

 

মাদরাসার কো-অর্ডিনেটর হাফেজ মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবকগণ তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। দ্বীনি শিক্ষার সাথে সমন্বয় করে যুগোপযোগী পাঠদানের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান মানারাতুল উম্মাহ মডেল মাদরাসা প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তারা।

 

স্বাগত বক্তব্য প্রিন্সিপাল মাওলানা বশির উদ্দিন বলেন, কুরআন সুন্নাহর আলোকে ইসলামের সঠিক আকিদা ও শরী'আর অনুশীলন এবং সৃজনশীল প্রতিভা বিকাশ, সামাজিক, মানবিক, আধ্যাত্নিক গুণাবলি সৃষ্টির মাধ্যমে নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থী গড়তে কাজ করছে মানারাতুল উম্মাহ। প্রতিষ্ঠার মাত্র ১ বছরের মধ্যে সেই লক্ষ্য পূরণে আমরা এগিয়ে যাচ্ছি। মাদরাসা এতদূর আসার পেছনে শিক্ষক, অভিভাবক, এলাকাবাসীর যথেষ্ট আন্তরিকতা ছিল। নিজেদের সন্তানদের নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়তে ওহীভিত্তিক শিক্ষা দিতে আহবান জানান তিনি।

 

অনুষ্ঠান শেষে দু'আ ও মুনাজাত পরিচালনা করেন আল্লামা মাহমুদুল হক। 

 

এ সময় শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।