আজ শুক্রবার ৩ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

মাধ্যমিক শিক্ষায় দক্ষিণ এশিয়ায় প্রথম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ১৭ জুলাই ২০২২ ০২:৩২:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাধ্যমিক শিক্ষায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ, শিক্ষা কমিশন ও ওয়ার্ল্ড ডাটা ল্যাবের সমন্বয়ে গঠিত দ্য ওয়ার্ল্ড স্কিলস ক্লকের এক সমীক্ষায় এ তথ্য প্রকাশিত হয়।

বাংলাদেশের এই গৌরবময় অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা পরিবার সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার।  

তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলা করে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় যে অগ্রগতির সূচনা করেছে তা সত্যিই প্রশংসনীয়। জাতিসংঘের এই স্বীকৃতি শিক্ষা পরিবারের কর্মযজ্ঞে নতুন প্রেরণার সূচনা করবে।  

 

 

 



সবচেয়ে জনপ্রিয়