আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

মাওলানা সোহাইব নোমানীর জানাযায় শোকার্ত জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : | প্রকাশের সময় : বুধবার ৫ জানুয়ারী ২০২২ ০৮:৩৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক শায়খুল হাদিস, দার্শনিক আলেমেদ্বীন ও প্রখ্যাত পার্লামেন্টারিয়ান খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ (রহ.) এর সুযোগ্য সাহেবযাদা, বাংলাদেশ নেজামে ইসলাম পাার্টির অন্যতম উপদেষ্টা,  হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরা সদস্য ও বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার সুদীর্ঘ ৪০ বছরের মুহতামিম মাওলানা হাফেজ সোহাইব নোমানী (রহ.) ৪ জানুয়ারী রাত ১টায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তার স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে সন্তান ছিল।

একই দিন (মঙ্গলবার) বাদ আছর বরইতলী মাদ্রাসা সংলগ্ন ময়দানে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় ইমামতি করেন, খতীবে আযম রহ. এর সুযোগ্য জামাতা, জিরি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ড. আ. ফ. ম খালিদ হোসেন। নামাযে জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার উপাধ্যক্ষ আল্লামা ফুরকানুল্লাহ খলিল, জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি জসিম উদ্দিন, চকরিয়া তানজীমে আহলে হকের সভাপতি মাওলানা মুফতি এনামুল হক, মরহুমের বড় ছেলে হাফেজ ডা. রাগিবুল ইসলাম। এছাড়াও নামাযে জানাযায় মরহুমের ছোট ভাই, চট্টগ্রাম ওমরগণি এম. ই. এস কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, কেন্দ্রীয় সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হক, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরসহ বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, প্রতিনিধিত্বশীল আলেম-ওলামা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বিশাল নামাযে জানাযা শেষে বরইতলী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে নিজ পিতা মরহুম খতীবে আযম রহ. এর কবরের পাশে তাঁকে দাফন করা হয়। শীর্ষ এ আলেমেদ্বীন ও বরেণ্য অভিভাবকের ইন্তেকালে ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোকঃ

মাওলানা হাফেজ সোহাইব নোমানী (রহ.) এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দীন গাজী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কক্সবাজার শহর আমীর মাওলানা  মাওলানা খালেদ সাইফী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি  হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক  সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, চকরিয়া উপজেলা সমন্বয়ক রিয়াদ উদ্দিন, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু প্রমুখ। 

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন- মাওলানা হাফেজ সোহাইব নোমানী  রহ. ছিলেন, একজন অত্যন্ত নম্র, ভদ্র, বন্ধুবৎসল, নিরহঙ্কারী, ব্যক্তিত্বসম্পন্ন সর্বজনশ্রদ্ধেয় আলেমেদ্বীন। আজীবন দ্বীনি শিক্ষা বিস্তার ও ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ একজন সংগ্রামী অভিভাবক ও বিপ্লবী রাহবার। ঈমানী চেতনাদীপ্ত এ বিদগ্ধ আলেমেদ্বীন সারাটি জীবন ইলমে নবভীর দরস-তাদরীসে সময় কাটিয়েছেন। ডাক আসলেই ঈমানী কর্তব্যবোধ থেকে দ্বীনি আন্দোলন-সংগ্রামে সাড়া দিতেন, অভিভাবকত্ব করতেন। বাবা খতীবে আযম রহ. এর স্বার্থক উত্তরসূরী হিসেবে আমৃত্যু আকাবিরে দেওবন্দের হাতে গড়া, ঐতিহ্যবাহী  ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের সাথে মনেপ্রাণে সম্পৃক্ত ছিলেন। সুদীর্ঘ ৪০ বছর যাবৎ নিজের পিতা খতীবে আযম রহ. প্রতিষ্ঠিত চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উপমহাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীনতম ইসলামী শিক্ষাকেন্দ্র,  উম্মুল মাদারিসখ্যাত জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর শুরা সদস্যসহ বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় যুক্ত ছিলেন। সর্বোপরী  ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন নিয়ে তিনি যে অসামান্য অবদান রেখে গিয়েছেন তা  যুগ-যুগান্তরে প্রেরণার উৎস হয়ে থাকবে। অসংখ্য আলেম-ওলামার উস্তায, বর্ষীয়ান এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন দরদী অভিভাবক, সাহসী রাহবার  ও আপসহীন মুরুব্বীকে চিরতরে হারালাম। আমরা আল্লাহর দরবারে  মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।