আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মাওলানা মাহবুবুর রহমানের পিএইচডি ডিগ্রি লাভ

মো.আলী আকবর | প্রকাশের সময় : সোমবার ৩১ অক্টোবর ২০২২ ০৬:১৭:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রাক্তন কৃতি ছাত্র ও প্রাক্তন শিক্ষক, বর্তমানে চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান পিএইচডি লাভ করেছেন। তিনি "মানবসেবা ও সুফিবাদে শাহসূফী মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রাহ. এর ভূমিকা" শীর্ষক অভিসন্দর্ভের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। উক্ত অভিসন্দর্ভে তাঁর তত্বাবধায়ক ছিলেন, প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি ইতিপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স - মাস্টার্স ও এমফিল ডিগ্রি লাভ করেন। পিএইচডি ডিগ্রি লাভের অভিব্যক্তি সম্পর্কে তিনি দৈনিক সাঙ্গুকে বলেন, অশেষ শোকরিয়া মহান আল্লাহর কাছে, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের যাদের কাছ থেকে এই বিষয়ে আমি বিভিন্ন ভাবে সহযোগিতা পেয়েছি। আগামীতে শিক্ষকতার পাশাপাশি ইসলামের খেদমতে কাজ করে যাব ইনশাআল্লাহ।



সবচেয়ে জনপ্রিয়