আজ শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ই আষাঢ় ১৪৩১

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রমে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা ও নগদ অর্থ প্রদান

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৯ নভেম্বর ২০২৩ ১০:৫২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

আসন্ন ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) এর খোশরোজ শরীফের প্রস্তুতি সভা, সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী ও মওলা হুজুর হাসান মাইজভান্ডারি(ম) আগমন স্বরণ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসার ও বিবাহের জন্য নগদ অর্থ, শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ১৭ নভেম্বর সূর্যগীরি আশ্রম প্রাঙ্গনে সংগঠনের সাবেক সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে এসব অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

দুস্থসেবা কার্যক্রম-২০২৩ দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী এবং হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্ট এলাকার অসচ্ছল, দুস্থ লোকদের সেবা করে যাচ্ছে। এসময় বক্তারা আরোও বলেন, জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা তিন যুগের অধিক সময় ধরে দরিদ্র বিমোচনে সেসব কাজ দুস্থসেবা কার্যক্রম করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সমাজ বিনির্মাণে এলাকার অসচ্ছল মানুষের সেবা মাওলা হুজুর হযরত সৈয়দ হাসান (ম.) কেবলা কাবার দীক্ষা।

 

এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ধীমান দাশ, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, এইচজেডএম ট্রাস্টের ফটিকছড়ি (ক) জোনের সাংগঠনিক সম্পাদক মাস্টার কবির আহমদ, মুহাম্মদ আলাউদ্দিন, সৈয়দ জাবের সরোয়ার, মাওলানা আবু শাহাদাত সায়েম সুমন, মো. মাসুদ, মো. সাজ্জাদ, মো. নিজাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিজন শীল, হাফেজ সাজামুন সাকিব, লায়ন বরুণ কুমার আচার্য বলাই, রুবেল শীল, সমীর দাশ, ডা. উজ্জ্বল, অভিবসু মল্লিক, টিংকু দাশ, শিপ্রা বসু মল্লিম, রুনা দাশ, কাশ্মিরী দাশ, সুমি চৌধুরী, সোমা গুহ, অর্চনা রানী আচার্য, মৃদুল দে, অনুপম তালুকদার, বিষু চৌধুরী, দীপ আচার্য, অগ্নিশিখা, প্রিন্স দাশ, শিবু ভট্টাচার্য, কুমার রতন, কলিন্স দাশ,মানিক বড়ুয়া, আবু বড়ুয়া  প্রমুখ।অনুষ্ঠান শেষে ৭০ জনকে শীতবস্ত্র বিতরণ, ১০০ জনকে শিক্ষা সামগ্রী বিতরণ এবং ১০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।