আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

মা ইলিশ রক্ষায় সন্দ্বীপে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ০৬:২৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়ন উপলক্ষে ইলিশসম্পদ উন্নয়নসংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার   (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপ  উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা  নির্বাহী অফিসার রিগ্যান চাকমার  সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ  এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন  কোস্টগার্ট পশ্চিম জোনের পিও (আর) কন্টিনজেন্ট কমান্ডার 

সৈয়দ সদরুল হক,মোঃ আনিসুজ্জামান চীফ পেটি অফিসার কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ কোস্টগার্ড  আউট পোস্ট সারিকাইত, মোয়ানাম হোসেন , ও  রাশেদুজ্জামান, পৌরসভা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম , বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন  ও মৎস্য দপ্তরে কর্মকর্তা ও বিভিন্ন এলাকার জেলেরা উপস্থিত ছিলেন। 

 

সভায় জানানো হয়, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান অব্যাহত থাকবে।তাই ২২ দিন নদীতে জাল ফেলে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ থাকবে।