আজ শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

মহেশখালীতে শহীদদের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন উপজেলা প্রশাসনের

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : সোমবার ২৫ মার্চ ২০২৪ ০৭:৪৬:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

২৫ই মার্চ সকালে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মিখী মারমার নেতৃত্বে উপজেলা পৌরসভা এলাকার বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তাবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাছবির হোসেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী, মুক্তিযুদ্ধাসহ বিভিন্ন স্তরের লোকজন। একইদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ভয়াল ২৫শে মার্চ, গণহত্যা দিবস। বাঙ্গালী জাতির জীবনে ১৯৭১সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। 

এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙ্গালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙ্গালীদের উপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। সে গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।