আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

মহেশখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ০২:৩৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

মহেশখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল সকাল ১০টায় মহেশখালী উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখী মারমার সভাপতিত্বে প্রাণীসম্পদ দপ্তরের কর্মরত মনিটরিং এন্ড কো-অর্ডিনেশন অফিসার নিপা বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত মেলায় স্বাগত বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাব উদ্দিন। মেলায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী-কুতুবদিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মিনোয়ারা ছৈয়দ, মহেশখালী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নন্দন কুমার চন্দ, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মোঃ ইলিয়াস, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রাসারণ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম, উপ-সহকারী প্রাণীসম্পদ অফিসার মোঃ জাহেদুল ইসলাম, কামরুল হাবীব,  মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সদস্য সরওয়ার কামাল(এমএসএস) প্রমুখ। মেলায়  সেবাকর্মী এলএসপি সহ খামারীরা উপস্থিত ছিলেন।  মেলায় গরু,  ছাগল, হাস, মুরগী, ভেড়া, কবুতর সহ বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন শেষে ৪ ক্যাটাগরীতে ১২ জনকে নগদ অর্থ, পুরস্কার সহ আরো ৭০ জন কে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।